This is the official channel of the Bangladeshi band High WayObosthan was written by Aether (Vocals, Guitar) in 2012. It was recorded upon our friends' requests. Special thanks to our friend - Farhan Islam Hira, for his support during recording. Do listen to the acoustic version of Obosthan on our channel. We hope you enjoy it and we apologize for not being able to deliver the best quality as were not well-equipped with recording tools and skills back in 2016. Lyrics-তুমি সাইকেল চালানো শিখবে তাই,আমি আজো সাইকেলে ঘুরেবেড়াই,শুধু, ছলনায় তোমার ছোঁয়া মেলেনা;তুমি কবিতা গুলো পরবে তাই,আমি আজো রাত জেগে ছন্দ সাজাই,রাত শেষে শুধু ভোর ফিরে আসে না,আমি তোমাকে বুঝিয়ে দেবই,তাই বেগে আজো রাখি Physics বই,শুধু তুমি নেই তাই বইটা খুলিনা।তুমি ছুড়ে ফেলে দেবে এই ভয়ে আমি,সিগারেট আজো লুকিয়ে শুধু,এখনতো কেও ভাড়ন আর করেনা,তুমি এত সহজেই ভুলতে পার,অন্য কাউকে জড়িয়ে ধর,আনি কেন শুধু ভুলেযেতে পারিনা,আজ অবাক লাগে তোমায় দেখে,আমায় আজ তোমার অচেনা লাগে,এত ভাল অভিনয় কেন জানিনা...।তুমি চশিমাটা খুলে রাখবে তাই,আমি আজো ভুল করে পেছনে তাকাই,শুধু কালো অই চোখ দুটো দেখিনা,আমি আজো আনমনে হাড়িয়ে যাই তাই,ভুল করে এই হাতটা বাড়াই,শুধু তোমার কোমল ছোঁওয়া মেলেনা,তুমি লিখবে আমায় এই ভেবে আমি,আজো করি অপেক্ষা তবে,অপেক্ষার শেষ কবে জানিনা,তুমি ভাবোনা আজ আমায় নিয়ে, আমিস্মৃতি গুলোকেই জড়িয়ে, শুধু, নতুন করে স্বপ্ন দেখিনা,তুমি এত সহজেই.....অচেনা তুমি কিভাবে কর,চেনা অই মুখটাকে,অবাক লাগে কী বিবেক তোমার,তুমি ভাবোনা আজ...... .......